Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি)
Gojol⤵
Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি). This beautiful Islamic Bangla Gojol is sung by Abdul Awal & Humaira Afrin Era. Notun Chader Hasi Lyrics are written by Abu Salman Md Ammar. Bangla Gojol Lyrics, Humaira Afrin Era Gojol Lyrics
Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি) by Abdul Awal & Humaira Afrin Era
- Song: Notun Chader Hasi
- Singer: Abdul Awal & Humaira Afrin Era
- Lyric: Abu Salman Md Ammar.
- Tune: S M Moinul Islam
- Sound design: Alapon Music lab
- Label: Hasnahena Afrin Official
Notun Chader Hasi Lyrics (নতুন চাঁদের হাসি) Abdul Awal & Humaira Afrin Era
আমার প্রিয় বাবা আমি অধীর হয়ে থাকি
নীল সুবিশাল আকাশ পানে দৃষ্টি মেলে রাখি
ওই যে দূরের নতুন সে চাঁদ দেখবে তুমি নাকি?
রমজানের ওই রোজার তবে নেই যে বুঝি বাকী !
নেই যে বুঝি বাকী !
রোজার কি শান বলবে আমায় প্রভুর কাছে কি মান?
রাখলে রোজা হয় যে ভারী রোজাদারের ঈমান ৷
রাখবো রোজা আমিও যে জাগাবে না মা কি?
জাগাবে না মা কি?
পিপাসা আর ক্ষুধায় কাতর হবো না যে কভু
রাখলে রোজা বিনিময়ে রহম দিবেন প্রভু
তবে কেন ভাংবো রোজা হয় কি কভু তা কি?
হয় কি কভু তা কি?
কি যে খুশি আছে বলো রোজাদারের তরে?
প্রভুর দিদার আর নিয়ামত ইফতারীর আসরে ৷৷
সেই সে রোজার রহমধারা জীবন জুড়ে মাখি ৷
জীবন জুড়ে মাখি ৷
রোজার মানে শুধুই কি হায় নিজকে উপোস রাখা?
প্রভুর কাছে ক্ষমা চেয়ে ন্যায়ের পথে থাকা ৷৷
আল্লাহ তায়ালা দিবেন তবে কাউসারের-ই সাকী ৷
কাউসারের-ই সাকী ৷৷
নতুন চাঁদের হাসি Lyrics
Amar prio Baba Ami
Odhir hoye thaki
Nil sobishal akash pane
dristi mele rakhi
Oi je durer notun sei chad
Dekhbe tomi naki
Oii je dorer noton se cad
Dekbe tumi naaki
Romjaner oii rojar tobe
Nei je buji baki nei je boji baki
Amar priyo baba ami
Odir hoye thaki…
Rakhbo roja ami o je
Jagabe na ma ki?
Genrerating Link.... 15 seconds.
Your Link is Ready.
0 Response to "Notun Chader Hasi Gojol Lyrics (নতুন চাঁদের হাসি)"
Post a Comment